একাদশ শ্রেণির ভর্তির প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের নিশ্চায়ন 24-06-2024 থেকে 29-06-2024 পর্যন্ত করা যাবে || ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ১০০ সিট সমৃদ্ধ আবাসিক সুবিধা বিদ্যমান || ২০২৪-২৫ শিক্ষাবর্ষে "একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৪" অনুযায়ী ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ (প্রথম পর্যায়) ২৬/০৫/২০২৪ (রবিবার) থেকে ১১/০৬/২০২৪ (মঙ্গলবার) পর্যন্ত চলবে। || ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের গোল্ডেন A+ প্রাপ্তদের সম্পূর্ণ বিনা বেতনে ও A+ প্রাপ্তদের অর্ধবেতনে পড়ার সুযোগ। || ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ২৬-০৫-২০২৪ তারিখ হইতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে অনলাইনে বিনামূল্যে কলেজ থেকে আবেদন করা যাবে। ||

100+ Faculty Members